শনিবার, ১০ Jun ২০২৩, ০২:৩২|| ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০বঙ্গাব্দ   ☎  01718157901 ✉  pattralap24@gmail.com

✍ দিনাজপুর

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

প্রকাশের তারিখ : 2023-03-28
abc

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের নবাবগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আখতারুজ্জামান (৩৩) নামে একজনের মৃত্যু হয়েছে।


সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টায় উপজেলার কুশদহ ইউনিয়নের নবীনগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহত আখতারুজ্জামান পার্বতীপুর উপজেলার ঝাউপাড়া এলাকার মৃত জাকিরুল ইসলামের ছেলে।


স্থানীয়দের বরাত দিয়ে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিভূতি ভূষণ ব্রতী জানান, আখতারুজ্জামান তার বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে নবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথে নবীনগঞ্জ বাজার এলাকায় এলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।