শনিবার, ১০ Jun ২০২৩, ০৪:১৬|| ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০বঙ্গাব্দ ☎ 01718157901 ✉ pattralap24@gmail.com
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ঘোড়াঘাটে রেজুয়ান মিয়া (৩৫) নামের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদকের একটি মামলায় তাকে ৫ বছরের সাজা এবং ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। সোমবার (২৭ মার্চ) রাতে উপ-পরিদর্শক (এসআই) তপন দাসের নেতৃত্ব থানা পুলিশের একটি দল বলগাড়ী-ছিহরিবিহরী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রেজুয়ান মিয়া উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ী-ছিহরিবিহরী গ্রামের আব্দুল ওয়াহেদ মিয়ার ছেলে। পুলিশ জানায়, গত ২০২০ সালে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায় ৪০ বোতল ফেন্সিডিল সহ রেজুয়ানকে আটক করে পুলিশ। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা করে (মামলা নং-৫৮/২০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১১ (খ) ধারায় সিরাজগঞ্জের আদালত আসামী রেজুয়ানকে ৫ বছরের কারাদন্ড প্রদান করে। এছাড়াও ৫ হাজার টাকা অর্থদন্ড দেয় আদালত। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, সিরাজগঞ্জের বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেছে। আসামী বাড়ি আমাদের থানা এলাকায়। সেই পরোয়ানা অনুযায়ী আমরা আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মঙ্গলবার সকালে আসামীকে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।