শনিবার, ১০ Jun ২০২৩, ০৩:২১|| ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০বঙ্গাব্দ   ☎  01718157901 ✉  pattralap24@gmail.com

✍ দিনাজপুর

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

প্রকাশের তারিখ : 2023-03-27
abc

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিরণ বালা (৫৫)নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।


কিরণ বালা উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল পানুয়াপাড়া গ্রামের মৃত ফেলানু বর্মনের স্ত্রী।


সোমবার সকাল ৮টায় কাজল পানুয়াপাড়া গ্রামের নিজ বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।


পাল্টাপুর ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ রোস্তম আলী জানান, কিরণ বালা সকালে বাড়ীর পাশের টিউবয়েল পানি আনতে গেলে পাশেই থাকা ছেলে গোপেন বর্মনের ঘরের বৈদ্যুতিক মিটারের আর্থিং তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।


পাল্টাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কিরণ বালার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।