শনিবার, ১০ Jun ২০২৩, ০৩:৪৩|| ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০বঙ্গাব্দ ☎ 01718157901 ✉ pattralap24@gmail.com
হিলি প্রতিনিধি।। হোয়াইট হাউসে মার্কিন সরকার কতৃক আয়োজিত সংসদীয় আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় ‘টুর্নামেন্ট সেরা বিতার্কিক’ হয়েছেন বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর হিলি’র শাহ মুহাম্মদ রাকিব হাসান। বিতার্কিক সেরা শাহ মুহাম্মদ রাকিবের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর হিলি পৌরসভার চন্ডিপুর গ্রামে। বর্তমান সময়ে রাকিবের স্ব পরিবার রংপুর শহরে অবস্থান করছেন। বিষয়টি রবিবার (২৬ মার্চ) রাতে (০১৭৮৩১৪৮৯৫৬) মুঠোফোনে নিশ্চিত করেছেন শাহ মুহাম্মাদ রাকিব হাসান এর মা রোকেয়া বেগম। তিনি জানান, রাকিবের দাদার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভোবানীপুর গ্রামে। বাবা আবু সায়েম মিন্টু একজন ব্যবসায়ী। রাকিব জন্মগ্রহণ করে তার মা বাবার নানা নানির বাড়ি হাকিমপুর হিলি পৌর সভার এক নম্বর ওয়ার্ড চন্ডিপুর গ্রামে। জন্মের পর থেকে রাকিব শারীরিক প্রতিবন্ধী। রাকিবের বাবার ব্যবসায়িক কাজে তখন আমারা হিলিতে থাকতাম। এখন বর্তমানে আমরা রংপুর শহরে অবস্থান করছি। রাকিব রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজে দশম শ্রেণিতে অধ্যায়নরত আছে। আমি গর্বিত আমি বিশ্ব সেরা রাকিবের মা। গত ১৭ মার্চ হোয়াইট হাউস এর আর্ট কালসার ওয়েব সাইটে যখন আমার ছেলের রেজাল্ট দেখতে পাই। তখন আমি সত্যি সত্যিই বিশ্বাস করতে পারি নাই। পরে আমি আমার ছেলের স্কুলের শিক্ষকদের নিকট গেলে ওনারাও এটা বিশ্বাস করতে পারে নাই। পরবর্তীতে আমেরিকার একটি মিডিয়াতে এটি প্রকাশ পেলে তখন বিষয়টি আলোচনার ঝড় ওঠে। আমি আশা করছি ২৮ মার্চ হোয়াইট হাউসে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হলে ৩১ মার্চ এর মধ্যে অনলাইনে আমার ছেলের এ্যাওয়ার্ডটি দেখতে পাবো। পাসপোর্ট ভিভা না থাকায় আমার ছেলে সরাসরি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছে না। আমি আমার ছেলের দেশ বিদেশের সবার কাছে দোয়া কামনা করছি। রোকেয়া বেগম রাকিবের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, হিলি’র ডলি মেমোরিয়াল স্কুলে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে তখন প্রথম পুরস্কার গ্রহণ করে হাকিমপুর হিলি পৌর সভার মেয়র জামিল হোসেন চলন্ত’র হাত থেকে। সেই থেকে রাকিব বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে এবং আজকে এই অবস্থানে পৌঁছেছে। ‘বিশ্বের ভবিষ্যৎ নেতাদের খোঁজা’ শীর্ষক এই আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা গত ২৭ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৭৩টি দেশের ৫৩৪ জন বিতার্কিক অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার ফল গত ১৭ মার্চ হোয়াইট হাউসে প্রকাশিত হয়। মার্কিন সরকার প্রতিবছর এই আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। ২৮ মার্চ স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় ওয়াশিংটনের হোয়াইট হাউস সাউথ কোর্ট অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে পাসপোর্ট না-থাকায় রাকিব সরাসরি সেই অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন না বলে জানা গেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন রাকিবের পরিবারের সদস্য। রাকিব হাসান স্কুল জীবন শুরু করেন হাকিমপুরের স্বনামধন্য ডলি মেমোরিয়াল স্কুলে। সেখানে চতুর্থ শ্রেণী পর্যন্ত লেখাপড়া শেষে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হন। বর্তমানে রাকিব রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী। রাকিবের বাবা শাহ আবু সায়েম (মিন্টু) পেশায় ব্যবসায়ী। মা রোকেয়া বেগম গৃহিণী। রাকিব জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধী। সাফল্যে গর্বিত মা-বাবা রাকিবের জন্য দেশ-বিদেশে সবার কাছে দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, রাকিব বাংলাদেশে জাতীয় যুব পার্লামেন্ট-২০২২ প্রথম রানার আপ, জাতীয় বিতর্ক-২০১৯ বিজয়ী, বঙ্গবন্ধু জাতীয় মেধা অন্বেষণ ২০২২ রংপুর মহানগর পর্যায়ে প্রথম (সেরা মেধাবী), ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেট নেশনস-২০২৩ ভারবাল মেনশন অ্যাওয়ার্ড, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনাইটেট নেশনস-২০২৩ ভারবাল মেনশন অ্যাওয়ার্ড-২০২২, স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড নটর ডেম কলেজ মডেল ইউনাইটেট ন্যাশন-২০২৩ ভারবাল মেনশন অ্যাওয়ার্ড অর্জনের কৃতিত্ব দেখিয়েছে।