শনিবার, ১০ Jun ২০২৩, ০৩:০৫|| ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০বঙ্গাব্দ   ☎  01718157901 ✉  pattralap24@gmail.com

✍ দিনাজপুর

হিলি স্থলবন্দরে আমদানি রফতানি শুরু

প্রকাশের তারিখ : 2023-03-27
abc

হিলি প্রতিনিধি।।

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর আজ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি রফতানিসহ বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।


সোমবার (২৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন এর বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট। 


তিনি জানান, মহান স্বাধীনতা ও দিবস উপলক্ষে একদিন বন্ধের পর ভারত থেকে এবন্দরে আমদানি-রফতানি শুরু হয়েছে। সেই সাথে বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে।


হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ জানান, এক দিন বন্ধের পর আজ সকাল থেকে হিলি বন্দর দিয়ে ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে এবং সেগুলো আনলোড করে দেশীয় ট্রাকে লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।


এদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল আলী বলেন, ২৬ মার্চ উপলক্ষে হিলি বন্দরে আমদানি রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।