শনিবার, ১০ Jun ২০২৩, ০৩:২১|| ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০বঙ্গাব্দ   ☎  01718157901 ✉  pattralap24@gmail.com

✍ দিনাজপুর

ঘোড়াঘাটে রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজে গনহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : 2023-03-25
abc

ঘোড়াঘাট ( দিনাজপুর)  প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ সরকারি ২য় দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার ( ২৫ মার্চ) সকালে উপজেলার রানীগঞ্জ সরকারি ২য় দ্বি- মূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে  গনহত্যা     দিবস উপলক্ষে আলোচনা সভায়  ১৯৭১  সালের ২৫ মার্চ কালরাত্রি  ও গনহত্যা  সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপজেলার কশিগাড়ী গ্রামের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান। সহকারী শিক্ষক মনোরঞ্জন মোহন্ত ভুট্টুর সঞ্চালয়নে গনহত্যা দিবসে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক  মোঃ জয়নাল আবেদীন, আশাপূর্ণ ব্যানার্জী কবি, বকুল চন্দ্র সরকার, মোঃ মাসুদুর রহমান মাসুদ , উৎপল কুমার সরকার , মোঃ আলিমুর রাজি খন্দকার শুভ, প্রভাষক মোঃ শাহজাহান রাজু, পরিমল সরকার, রবিউল আলম প্রমুখ। শিক্ষার্থীরা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের কাছে ১৯৭১ সালে যুদ্ধের ঘটনাবলী জানতে চাইলে তিনি  শিক্ষার্থীদের কাছে ১৯৭১ সালের যুদ্ধের স্মৃতি চারণ করেন।