সোমবার, ২৭ Mar ২০২৩, ০৯:৪৬|| ১৩ চৈত্র ১৪২৯বঙ্গাব্দ ☎ 01718157901 ✉ pattralap24@gmail.com
দিনাজপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের জেলা ইজতেমা শেষ হয়েছে। আখেরি মোনাজাতে ঢল নামে সর্বস্তরের মুসল্লিদের। মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের মুরুব্বি ও তাবলিগ জামাতের জিম্মাদার (দায়িত্বশীল) হযরত মাওলানা মো. মোশাররফ হোসেন। শনিবার (৪ মার্চ) দুপুর ১২টা ৩ মিনিটে শুরু হয়ে দুপুর ১২টা ১৪ মিনিটে মোনাজাত শেষ হয়। বাংলাদেশসহ মুসলিম জাহানের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করে মোনাজাত শেষ করা হয়। নারীরাও এই মোনাজাতে অংশগ্রহণ করেন। তারা গোর-এ শহীদ বড় ময়দানের দক্ষিণ পাশে শিশু পার্কের ভেতরে অবস্থান নিয়ে মোনাজাতে অংশগ্রহণ করেন। এর আগে সকাল থেকে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে (বড় মাঠ) ইজতেমা মাঠে সমবেত হন লক্ষাধিক মানুষ। সকাল সাড়ে ১০টার মধ্যে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকা মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়। ইজতেমা মাঠ পরিণত হয় বিশাল জনসমুদ্রে। শহরের অধিকাংশ দোকানি দোকানপাট বন্ধ করে মোনাজাতে অংশগ্রহণ করেন। মোনাজাতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পেশাজীবী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এছাড়া দিনাজপুর সদর, বিরল উপজেলাসহ আশপাশের অন্যান্য উপজেলা থেকে আগত নারী, পুরষ ও শিশুসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ মোনাজাতে অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে আমবয়ান শুরু হয়। শনিবার (৪ মার্চ) ইজতেমার শেষদিন ফজর বাদ বয়ান করেন ঢাকার কাকরাইলের মুরব্বি মুফতি নুরুল ইসলাম সিরাজী। এছাড়া হেদায়েতি বয়ান পেশ করেন কাকরাইলের অপর মুরুব্বি মাওলানা মাহমুদুল্লাহ। হেদায়েতি বয়ানের পর মোনাজাতের আগে সংক্ষিপ্ত বয়ান করেন কাকরাইলের মুরুব্বি হযরত মাওলানা মো. মোশাররফ হোসেন। ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ইজতেমা মাঠের চারপাশে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ গোয়েন্দা বিভাগের সদস্যরা মোতায়েন ছিলেন।