শনিবার, ১০ Jun ২০২৩, ০২:৩৪|| ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০বঙ্গাব্দ ☎ 01718157901 ✉ pattralap24@gmail.com
স্টাফ রিপোর্টার।। ঐতিহ্যবাহী দিনাজপুর প্রেসক্লাবের ৩৯তম মুলতবী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ শনিবার দুপুর ১২টায় প্রেসক্লাবের এম আব্দুর রহিম মিলনায়তনে উক্ত মুলতবী সাধারণ সভা প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্শী বাচ্চু এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার। বার্ষিক আয়-ব্যয় রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ফুলাল। প্রতিবেদনের উপর আলোচনা করেন মোর্শেদুর রহমান, সালাউদ্দিন আহমেদ, আজহারুল আজাদ জুয়েল, আবুল কাশেম, মো: খাদেমুল ইসলাম, শীশ নবী মন্ডল ও মো: গোলাপ হোসেন প্রমুখ। এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ আলম শাহী, সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস, ক্রীড়া সম্পাদক বেলাল সিকদার, সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত হোসেন, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, তথ্য ও প্রচার সম্পাদক কৌশিক বোস, নির্বাহী সদস্য মুকুল চট্টোপাধ্যায়, ইফতেখার আহমেদ পান্না, রিয়াজুল ইসলাম, খোকন কুমার দেবসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ সাধারণ সভায় উপস্থিত থেকে বিভিন্ন মতামত ব্যক্ত করেন। প্রসঙ্গত, ঐতিহ্যবাহী দিনাজপুর প্রেসক্লাবের ৩৯তম সাধারণ সভা ২০২২ সালের ১০ মে মঙ্গলবার প্রথম অধিবেশন অসম্পন্ন রেখেই মুলতবী ঘোষণা করেন সভাপতি স্বরূপ বক্শী বাচ্চু। দীর্ঘ ৯ মাস পর এই মুলতবী সাধারণ সভা সম্পন্ন হলো।