শনিবার, ১০ Jun ২০২৩, ০২:৩৩|| ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০বঙ্গাব্দ ☎ 01718157901 ✉ pattralap24@gmail.com
ঘোড়াঘাট ( দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী রাজিয়া চৌধুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২ মার্চ) সকাল ১১ টায় উপজেলার রাজিয়া চৌধুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং এস এস সি ব্যাচ ২০২০- ২০২২. এবং প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা -অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম। রাজিয়া চৌধুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর বখ্ত মিয়া রিমনের সভাপতিত্বে ও গ্রন্হগার রাজীব হাসান অনুর সঞ্চালয়নায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন ঘোড়াঘাট পৌর মেয়র আবদুস সাত্তার মিলন, রাজিয়া চৌধুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী (উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ) জাকিয়া আকতার মৌসুমি , উপজেলা কৃষি অফিসার এখলাস হোসেন সরকার, উপজেলা প্রক্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল ইসলাম , থানা অফিসার ইনচার্জ আবু হাসান কবির, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম মিয়া, ঘোড়াঘাট রাজিয়া চৌধুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্হাপনা কমিটির সদস্য ও অভিভাবক সদস্য আবু বক্কর সিদ্দিক, ঘোড়াঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা -২০২২ শ্রেষ্ট সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু (শিক্ষক ও সাংবাদিক) , পৌর সভার সাবেক পৌর প্রশাসক দিলজার রহমান বিল্লু, ঘোড়াঘাট উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক রাজু আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক - শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং প্রাক্তন মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।