সোমবার, ২৭ Mar ২০২৩, ১০:৪৪|| ১৩ চৈত্র ১৪২৯বঙ্গাব্দ ☎ 01718157901 ✉ pattralap24@gmail.com
ঘোড়াঘাট ( দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ঘোড়াঘাটে বারপাইকের গড় উচ্চ বিদ্যালয়ে ১৬০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় বারপাইকের গড় উচ্চ বিদ্যালয়ে মাঠে উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে এসব স্কুল ব্যাগ শির্ক্ষাথীদের মাঝে বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, সিংড়া ইউপি প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক মন্ডল, ইউপি সদস্য সোনা মিয়া, আজাদুল ইসলাম, মন্জুর রহমান, মোর্শেদা বেগম। এ সময় উপস্থিত ছিলেন বারপাইকের গড় উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবদুল মালেক, প্রধান শিক্ষক সানোয়ার হোসেন, অভিভাবক সদস্য বৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মেনহাজুল ইসলাম রব্বানী।