সোমবার, ২৭ Mar ২০২৩, ১০:২৪|| ১৩ চৈত্র ১৪২৯বঙ্গাব্দ ☎ 01718157901 ✉ pattralap24@gmail.com
স্টাফ রিপোর্টার।। দিনাজপুরে দেশত্ববোধক সঙ্গীত পরিবেশন, আলোচনা সভা ও কেক কাটাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রæয়ারি ২০২৩) বিকেলে দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আয়োজন করে জেলা মহিলা আওয়ামী লীগ। এসময় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বুলবুল ও সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হাসিনা আক্তার শিউলীসহ মহিলা আওয়ামী লীগের অন্যান্য নেত্রীবৃন্দ। নেত্রীবৃন্দ বলেন, মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা হয়েছিল নারীর ক্ষমতায়নের লক্ষ্যে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এমন একটি সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছেন, যে বাংলায় নারী-পুরুষের সমান অধিকার থাবে, সকল ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার পাবে। আজকে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। নারী ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বদরবারে অনন্য দৃষ্টান্ত রেখেছে। জননেত্রী শেখ হাসিনা মানবতার জন্য যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বিশ্ব দরবারে এ দেশ ও জাতির জন্য অনেক সম্মানের।’ বক্তব্য প্রদান শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন নেত্রীবৃন্দ। এসময় জেলা মহিলা আওয়ামী লীগ, পৌর মহিলা আওয়ামী লীগ এবং সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেত্রী এবং কর্মীরা উপস্থিত ছিলেন।