শনিবার, ১০ Jun ২০২৩, ০৩:৪৫|| ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০বঙ্গাব্দ ☎ 01718157901 ✉ pattralap24@gmail.com
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ষড়জ শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বসন্ত উৎসব ১৪২৯ অনুষ্ঠিত হয়েছে। ১লা ফাল্গুন ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল চারটায় রাণীশংকৈল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ষড়জ শিল্পীগোষ্ঠীর সভাপতি রেজাউল করিম বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,সাবেক সংসদ অধ্যাপক ইয়াসিন আলী, ঠাকুরগাঁও জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সেতারা বেগম, রেজাউলনুল হক রিজু সাধারণ সম্পাদক উদীচী শিল্পী গোষ্ঠী ঠাকুরগাঁও, সেলিমউল্লাহ সাধারণ সম্পাদক ষড়জ শিল্পীগোষ্ঠী রাণীশংকৈল উপজেলা, মনসুর আলী সভাপতি ঠাকুরগাঁও প্রেসক্লাব, হাবিবুর রহমান বীর মুক্তিযোদ্ধা। বক্তারা বলেন, বসন্ত হচ্ছে গাছের পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজানোর সময়, তেমনি বসন্তের হাওয়া বাতাসের সাথে মানুষের মনের মধ্যে সুন্দর হাওয়া যেন বয়ে যায়। আলোচনা অনুষ্ঠান শেষে ঠাকুরগাঁও উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা বসন্তের গান পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, এম এস ফেরদৌস বাহার ও পিনাকী রাণী বসাক।