সোমবার, ২৭ Mar ২০২৩, ০৯:৩৫|| ১৩ চৈত্র ১৪২৯বঙ্গাব্দ   ☎  01718157901 ✉  pattralap24@gmail.com

✍ রংপুর বিভাগ

রানীশংকৈলে বেকারির কারখানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশের তারিখ : 2023-01-17
abc

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের খালেক বেকারীতে মঙ্গলবার (১৭ জানুয়ারি) ১১ টায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করার খবর পাওয়া গেছে ।


এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন  সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা। 


তিনি আরোও জানান, খালেক বেকারীর কারখানায় গিয়ে বেকারির উৎপাদিত পন্যের বিএসটিআই অনুমোদন না থাকা, ইন্ডাস্ট্রিয়াল লবন ব্যবহার করা এবং পরিবেশ নিম্ন মানের হওয়ার কারণে ভোক্তা অধিকার আইনে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।