শুক্রবার, ২৭ Jan ২০২৩, ০৪:৫৪|| ১৩ মাঘ ১৪২৯বঙ্গাব্দ ☎ 01718157901 ✉ pattralap24@gmail.com
স্টাফ রিপোর্টার।। দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আইনজীবী রাবেয়া ফেরদৌস রুশি ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিল ভারত-বাংলাদেশ বঙ্গমেলা উৎসবে নেতাজী সুভাষ চন্দ্র বসু ইন্টারন্যাশনাল পীস এ্যাওয়ার্ড পেয়েছেন। গত শুক্রবার ইন্ডিয়া-বাংলাদেশ কালচারাল কাউন্সিল ও সাউথ এশিয়া বিজনেস পাটনারশীপ এর যৌথ প্রয়াসে ভারতের কলকাতা সত্যজিৎ রায় অডিটরিয়ামে আইসিসিআর (ইন্ডিয়া কাউন্সিল ফর কালচারাল রিলেশন) ভারত-বাংলাদেশ বঙ্গমেলা উৎসবে তাঁকে নেতাজী সুভাষ চন্দ্র বসু ইন্টারন্যাশনাল পীস এ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হয় দিনাজপুরের আইনজীবী রাবেয়া ফেরদৌস রুশিকে। ইন্ডিয়া-বাংলাদেশ কালচারাল কাউন্সিল (ভারতের) নির্বাহী সভাপতি শুভদীপ চক্রবর্তী ও বাংলাদেশের (সম্পাদক) শাহ্ আলম চন্নু বলেন, ২০১০ সাল থেকে এ্যাডঃ রাবেয়া ফেরদৌস রুশি আইনজীবী পেশায় বিশেষ করে অপহরন মামলায় উল্লেখ্যযোগ্য অবদান রাখার কারণে আমরা তাঁকে নেতাজী সুভাষ চন্দ্র বসু ইন্টারন্যাশনাল পীস এ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করছি। উক্ত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী, বিধায়ক, এমএলএ, টেলিভিশন, মিডিয়াসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত শুক্রবার ভারতের কোলকাতায় ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিলের উদ্যেগে ভারত-বাংলাদেশ বঙ্গমেলা উৎসবে এ্যাডঃ রাবেয়া ফেরদৌস রুশিকে আইনজীবী পেশায় এবং বিশেষ করে অপহরণ মামলায় উল্লেখ্যযোগ্য অবদার রাখার জন্য উক্ত সম্মাননা পদক প্রদান করা হয়।
দৈনিক পত্রালাপ মুক্তিযুদ্ধের কথা বলে, সাম্প্রদায়িক সম্প্রিতির কথা বলে। আমাদের মনে রাখতে হবে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে পত্রালাপ এগিয়ে যাবে। প্রয়োজনে পত্রালাপ বন্ধ হয়ে যাবে, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ত্বর বিপক্ষে একটি শব্দ লিখবে না।
Design and coding by Mind It Software Factory, Contact: 01930704060