শুক্রবার, ২৭ Jan ২০২৩, ০৩:৪৯|| ১৩ মাঘ ১৪২৯বঙ্গাব্দ ☎ 01718157901 ✉ pattralap24@gmail.com
স্টাফ রিপোর্টার।। দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেছেন, সঞ্চয়ের মাধ্যমে নিজেদের স্বাবলম্বি করতে এবং সামাজিক উন্নয়নে এনজিও সংগঠনের যথেষ্ট অবদার রয়েছে। বিএসডিএ শুধু বেসরকারী উন্নয়ন সংস্থাই নয়, এটি একটি একাডেমী। শিক্ষা সংস্কৃতি ও গবেষনা নিয়ে কাজ করে যাচ্ছে। তাদের অনেক প্রকাশনী বই আমাদের সমাজে ও দেশে দলিল হিসেবে কাজ করছে। সরকারের পাশাপাশি তাঁরাও অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। ১৬ জানুয়ারী সোমবার ঈদগাহ আবাসিক এলাকাস্থ বেসরকারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ সোস্যাল ডেভেলপমেন্ট একাডেমী (বিএসডিএ) প্রধান কার্যালয় শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। বিএসডিএ’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মোঃ আব্দুস ছালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএসডিএ’র চিফ অফ অপারেশন মোঃ সৈয়দ জয়নুল আবেদীন, বিএসডিএ’র চেয়ারম্যান বিজয় কৃষ্ণ চক্রবর্তী ও দিনাজপুর প্রেসক্লাবের আইসিটি সম্পাদক কৌশিক বোস। সভাপতির বক্তব্যে ড. মোঃ আব্দুস ছালাম বলেন, পিছিয়ে পড়া অনাগ্রসর সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিএসডিএ দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। পাশাপাশি এই অঞ্চলের মাটি ও মানুষের উপর বিভিন্ন ধরনের গবেষনারও কাজ করছে। প্রধান অতিথি স্বরূপ বকসী বাচ্চু অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিএসডিএ’র এ্যাডমিনিট্রেটিভ ম্যানেজার ধর্ম নারায়ণ বিশ^াস।
দৈনিক পত্রালাপ মুক্তিযুদ্ধের কথা বলে, সাম্প্রদায়িক সম্প্রিতির কথা বলে। আমাদের মনে রাখতে হবে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে পত্রালাপ এগিয়ে যাবে। প্রয়োজনে পত্রালাপ বন্ধ হয়ে যাবে, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ত্বর বিপক্ষে একটি শব্দ লিখবে না।
Design and coding by Mind It Software Factory, Contact: 01930704060