শুক্রবার, ২৭ Jan ২০২৩, ০৩:৩৬|| ১৩ মাঘ ১৪২৯বঙ্গাব্দ ☎ 01718157901 ✉ pattralap24@gmail.com
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র লাটের হাটে পলাশী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে ৩০ দিন ব্যাপী স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করা হচ্ছে। উক্ত কর্মশালায় উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন ডা, মোঃ আমিনুল ইসলাম (ডিএমএফ) ও ডা,মোঃদুলাল হোসেন (প্যারামেডিকেল)। এসময় পলাশী সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক মো, শরিফুল ইসলাম,পলাশী সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা ও সম্প্রীতি মানব কল্যান সংস্থার পরিচালক মোঃ ওয়ালীউল্লাহ, প্রশিক্ষণ গ্রহনকারী মোছাঃ জান্নাতুন ফেরদৌসী ও মো, আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। এব্যাপারে ১৪ জানুয়ারি শনিবার দুপুরে লাটেরহাটে প্রশিক্ষণ কর্মশালা চলাকালীন সময়ে বিশেষ সাক্ষাৎকারে পলাশী সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক মো, শরিফুল ইসলাম জানান, ১লা জানুয়ারী/২০২৩ ইং তারিখ হতে এই স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু করা হয়েছে এবং আগামী ৩০ জানুয়ারি /২০২৩ ইং পর্যন্ত মাসব্যাপী চলমান থাকবে। তন্মধ্যে ১৫ দিন অফিসিয়াল ও ১৫ দিন মাঠপর্যায়ে প্রশিক্ষণ দেয়া হবে। "সেবা নিন,সুস্থ থাকুন" স্লোগান নিয়ে গ্রামীন গরিব অসহায় জনগোষ্ঠির দোড়গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করার লক্ষ্যে পলাশী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
দৈনিক পত্রালাপ মুক্তিযুদ্ধের কথা বলে, সাম্প্রদায়িক সম্প্রিতির কথা বলে। আমাদের মনে রাখতে হবে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে পত্রালাপ এগিয়ে যাবে। প্রয়োজনে পত্রালাপ বন্ধ হয়ে যাবে, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ত্বর বিপক্ষে একটি শব্দ লিখবে না।
Design and coding by Mind It Software Factory, Contact: 01930704060