সোমবার, ২৭ Mar ২০২৩, ১১:০৩|| ১৩ চৈত্র ১৪২৯বঙ্গাব্দ ☎ 01718157901 ✉ pattralap24@gmail.com
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বীরগঞ্জে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এসইডিপি প্রকল্পের ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম শীর্ষক অনুমোদিত স্কিমের আওতায় জাতীয় শিক্ষাক্রম রূপরেখা -২০২১ এর আলোকে প্রণীত শিক্ষাক্রমের উপর ৫ দিনব্যাপী বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর বাস্তবায়নে ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন সংলগ্ন এ্যাডভোকট মো.হামিদুল ইসলাম টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রাঙ্গণে গত ৬ জানুয়ারি হইতে ১৫ জানুয়ারি পর্যন্ত ৫ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে পরিদর্শন করেন বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো,আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা। এব্যপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কন্দর্প নারায়ন রায় জানান, প্রশিক্ষণ কর্মসূচিতে ৩৩ জন প্রশিক্ষকের অধীনে ৬১৪ জন প্রশিক্ষনার্থী এবং মাধ্যমিক /দাখিল পর্যায়ের স্কুল ও মাদ্রাসার শিক্ষকগন অংশগ্রহণ করেছেন।