শুক্রবার, ২৭ Jan ২০২৩, ০৪:০৪|| ১৩ মাঘ ১৪২৯বঙ্গাব্দ ☎ 01718157901 ✉ pattralap24@gmail.com
স্টাফ রিপোর্টার।। শব্দস্বর সাহিত্য সংগঠনের আয়োজনে আর্ন্তজাতিক সাহিত্য সম্মেলনে বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী বিলকিস জান্নাত পেলেন শব্দস্বর সাহিত্য সম্মাননা। শনিবার বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে আর্ন্তজাতিক সাহিত্য সম্মেলনে বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী, শিক্ষিকা ও সমাজসেবিকা হিসেবে অবদান রাখার জন্য বিলকিস জাহানকে সম্মাননা স্মারক পদক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিশিষ্ট কবি ও শব্দস্বর সংগঠনের সভাপতি বাবুল চৌধুরীর। প্রধান অতিথি হিসেবে সম্মাননা প্রদান করেন সাবেক সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ-কাহারোল আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল। স্বাগত বক্তব্য রাখেন শব্দস্বরের সাধারণ সম্পাদক অধ্যাপক লাল মিয়া। বিলকিস জান্নাত বলেন শব্দস্বর আমাকে সাংষ্কৃতিক কর্মী হিসেবে মূল্যায়ন করেছে যার কারণে আমি যথেষ্ট খুশি হয়েছি।
দৈনিক পত্রালাপ মুক্তিযুদ্ধের কথা বলে, সাম্প্রদায়িক সম্প্রিতির কথা বলে। আমাদের মনে রাখতে হবে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে পত্রালাপ এগিয়ে যাবে। প্রয়োজনে পত্রালাপ বন্ধ হয়ে যাবে, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ত্বর বিপক্ষে একটি শব্দ লিখবে না।
Design and coding by Mind It Software Factory, Contact: 01930704060