সোমবার, ২৭ Mar ২০২৩, ১০:৪৫|| ১৩ চৈত্র ১৪২৯বঙ্গাব্দ ☎ 01718157901 ✉ pattralap24@gmail.com
স্টাফ রিপোর্টার।। প্রতিবছরের মতো এবারেও অনুষ্ঠিত হলো শব্দস্বর সাহিত্য সংগঠন এর আয়োজনে আর্ন্তজাতিক সাহিত্য সম্মেলন-২০২৩। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য মানুষ গড়ার কারিগর ঐতিহ্যবাহী দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলওয়ার হোসেন। ১৪ জানুয়ারী দিনব্যাপী বীরগঞ্জ উপজেলায় গোলাপগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে শব্দস্বর সাহিত্য সংগঠনের আয়োজনে দেশ-বিদেশ হতে আগত কবি সাহিত্যিকদের নিয়ে অনুষ্ঠিত হলো আর্ন্তজাতিক সাহিত্য সম্মেলন। বিশিষ্ট কবি ও শব্দস্বর সংগঠনের সভাপতি বাবুল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সম্মাননা প্রদান করেন সাবেক সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ-কাহারোল আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল। স্বাগত বক্তব্য রাখেন শব্দস্বরের সাধারণ সম্পাদক অধ্যাপক লাল মিয়া। পদক পেয়ে বাংলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলওয়ার হোসেন বলেন, আমার দুটি বাংলা কাব্যগ্রন্থ “শব্দ পতঙ্গ” ও “শব্দহীন জনপ্রপাত” এবং একটি ইংরেজী কাব্যগ্রন্থ “মোরন্ লাইট” ইতিমধ্যে প্রকাশ হয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে আমার লেখা কবিতা বিভিন্ন দেশে-বিদেশে পত্র-পত্রিকায় এবং ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। শব্দস্বর আর্ন্তজাতিক সাহিত্য সম্মেলনে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য আমাকে যে মূল্যায়ন করেছে তার জন্য আমি কৃতজ্ঞ। এভাবে মূল্যায়ন হলে অনেক কবি সাহিত্যিক এবং গুনিজন উৎসাহিত বোধ করবে ও এগিয়ে যাবে।