শুক্রবার, ২৭ Jan ২০২৩, ০৫:১০|| ১৩ মাঘ ১৪২৯বঙ্গাব্দ ☎ 01718157901 ✉ pattralap24@gmail.com
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের হরিপুরে ‘শীতকে হারিয়ে জয়ী হোক মানবতা’ এই স্লোগানকে সামনে রেখে প্রত্যাশা ইয়ুথ অর্গানাইজেশন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টার সময় হরিপুর উপজেলার ৪ নং ডাংগীপাড়া ইউনিয়নের রণহাট্রা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশা ইয়ুথ অর্গানাইজেশন।গরীব অসহায় অবহেলিত ও শীতার্তদের মাঝে ৫০ টি কম্বল বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন-প্রত্যাশা ইয়ুথ অর্গানাইজেশনের, সভাপতি-মো.তোফায়েল হোসেন সম্পাদক তুহিন তুষার সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল রানা আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ এবং সকল কার্যকারী সদস্য বৃন্দ। সংগঠনের সভাপতি তোফায়েল হোসেন আরো জানান, উত্তরবঙ্গের শীত এক ধরনের দুর্যোগ। আমরা প্রায় এক যুগ ধরে সমাজ পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে এগিয়ে আসছি, আপনারাও এগিয়ে আসুন।
দৈনিক পত্রালাপ মুক্তিযুদ্ধের কথা বলে, সাম্প্রদায়িক সম্প্রিতির কথা বলে। আমাদের মনে রাখতে হবে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে পত্রালাপ এগিয়ে যাবে। প্রয়োজনে পত্রালাপ বন্ধ হয়ে যাবে, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ত্বর বিপক্ষে একটি শব্দ লিখবে না।
Design and coding by Mind It Software Factory, Contact: 01930704060