সোমবার, ২৭ Mar ২০২৩, ১০:৩৭|| ১৩ চৈত্র ১৪২৯বঙ্গাব্দ ☎ 01718157901 ✉ pattralap24@gmail.com
স্টাফ রিপোর্টার।। দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেছেন, আমাদের সন্তানদের খেলাধুলার মাধ্যমে শারীরিক-মানসিক বিকাশ ঘটাতে পারলে আমরা একটি সুস্থ ও সুন্দর জাতি উপহার দিতে পারবো। আজকের টুর্নামেন্টে অংশগ্রহনকারী খেলোয়াররা একদিন জাতীয় খেলোয়ার হিসেবে দেশ ও জাতীর মুখ উজ্জ্বল করবে। গত বুধবার রাতে দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গনে সাবেক মন্ত্রী ও বিশিষ্ট ক্রীড়াবীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ চৌধুরী ২য় ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৩ এর বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। দিনাজপুর ইনস্টিটিউট এর সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মমিনুল করিম ও দিনাজপুর চেম্বার অব কর্মাসের সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, কোষাধ্যক্ষ খন্দকার আরিফুজ্জামান নাঈম, সেতাবগঞ্জ সোনালী নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা শামীম আজাদ সরকার ও আটগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ জামান চৌধুরী, রণজিৎ কুমার সিংহ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন একেএম মেহেরুল্লাহ বাদল। দিনাজপুর ইনস্টিটিউটের ক্রীড়া সম্পাদক ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার আহবায়ক মোঃ রায়হানুল ইসলাম রায়হান বলেন, এবার ব্যাডমিন্টন টুর্নামেন্টে উন্মুক্ত পুরুষ ৩২টি দল, উন্মুক্ত মহিলা ৬টি দল এবং উন্মুক্ত স্কুল ১৬টি দল, অংশগ্রহন করছে। খেলা পরিচালনায় রয়েছেন মোঃ জাহিদ, মুন।