শুক্রবার, ২৭ Jan ২০২৩, ০৪:০৬|| ১৩ মাঘ ১৪২৯বঙ্গাব্দ ☎ 01718157901 ✉ pattralap24@gmail.com
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে তামাক নিয়ন্ত্রণ বিষয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। লাইফ স্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এবং সিভিল সার্জন অফিস পঞ্চগড়ের বাস্তবায়নে বুধবার ( ১১ জানুয়ারি) আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং কর্মশালার প্রধান আলোচক হিসেবে বিষদ আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর। কর্মশালায় বিশেষ আলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মোঃ শুমসুল হুদা, মেডিকেল অফিসার ডা. মোঃ সানোয়ার হুদা সাধন। কর্মশালায় অংশগ্রহনকারীদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, হাসপাতাল মসজিদের ইমাম মাওঃ মজিবর রহমান, ইউপি সদস্য পরেশ চন্দ্র বর্মন প্রমুখ। কর্মশালায় স্বাস্থ্য বিভাগের কর্মী সহ সাংবাদিক, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত, শিক্ষক ও এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। কর্মশালা পরিচালনা করেন পঞ্চগড় সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দীন।
দৈনিক পত্রালাপ মুক্তিযুদ্ধের কথা বলে, সাম্প্রদায়িক সম্প্রিতির কথা বলে। আমাদের মনে রাখতে হবে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে পত্রালাপ এগিয়ে যাবে। প্রয়োজনে পত্রালাপ বন্ধ হয়ে যাবে, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ত্বর বিপক্ষে একটি শব্দ লিখবে না।
Design and coding by Mind It Software Factory, Contact: 01930704060