সোমবার, ২৭ Mar ২০২৩, ১০:০৪|| ১৩ চৈত্র ১৪২৯বঙ্গাব্দ   ☎  01718157901 ✉  pattralap24@gmail.com

✍ দিনাজপুর

দিনাজপুরে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : 2023-01-10
abc

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি।।

বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার আয়োজনে ঐতিহাসিক ১০ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ১০ জানুয়ারী ২০২৩ মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।


উক্ত কর্মসূচীর মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। অস্থায়ী মঞ্চে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতার নেতৃত্বে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, দেশের প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোকছেদুর রহমান, সাবেক এমপি এ্যাডঃ মোঃ আব্দুল লতিফ, সাবেক এমপি ড. আজিজুল হক চৌধুরী, সাবেক এমপি সুলতানা বুলবুল, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ বজলুল হক, আওয়ামী লীগ নেতা মাহাতাব উদ্দিন সরকার, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোঃ মাসুদুল হক, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাবেক ছাত্র নেতা এ্যাডঃ সারওয়ার আহমেদ বাবু, দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সারোয়ার আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জেমি, যুবলীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মোঃ কাইফ ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আওয়ামী লীগ নেতা এস.এম নুর আলী ও গীতা পাঠ করেন আওয়ামী লীগ নেতা রনজিত কুমার সাহা।


আলোচনা সভা শেষে গণসঙ্গীতানুষ্ঠান ছাড়াও দুঃস্থ্য ও অসহায়, গরিব মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে জেলা আওয়ামী লীগ। এছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখার সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সিফাত রহমান লিমন, ছাত্রনেতা শাহরিয়া ইমন, দোলন প্রান্ত রহমান, আবির প্রান্থ, সিহাব। জেলা মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে মৎস্যজীবী লীগ, শহর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠন।