সোমবার, ২৭ Mar ২০২৩, ১০:৩৮|| ১৩ চৈত্র ১৪২৯বঙ্গাব্দ ☎ 01718157901 ✉ pattralap24@gmail.com
ভারতের অন্যতম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ সম্প্রতি একটি ফ্যাশন অনুষ্ঠানের জন্য দিল্লি গেছেন। রবিবার (৮ জানুয়ারি) সেখান থেকেই একটি ছবি শেয়ার করেন তিনি। এতে উরফিকে দেখা গেছে জাভেদ আখতারের সঙ্গে। বর্ষীয়ান এ তারকা গীতিকারের সঙ্গে সাক্ষাতের মুহূর্ত ক্যামেরাবন্দি করে তার প্রশংসায় পঞ্চমুখ উরফি। মজা করে তিনি তাকে ঠাকুর্দা সম্বোধনও করলেন। রবিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি স্টোরি পোস্ট করেন অভিনেত্রী উরফি জাভেদ। সেখানে দেখা গেল তিনি প্রবীণ গীতিকার জাভেদ আখতারের সঙ্গে পোজ দিয়েছেন। সেই ছবিই পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে মজা করে লিখলেন, ‘অবশেষে আমার ঠাকুর্দার সঙ্গে দেখা হলো।’ ছবিতে নীল ওভারকোট পরে দেখা গেল উরফিকে। জাভেদ আখতারের পরনে ধূসর পাঞ্জাবি ও একটা কালো শাল। দুজনেই ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন। ক্যাপশনে উরফি লেখেন, ‘অবশেষে আমার ঠাকুর্দার সঙ্গে দেখা হলো। তিনি একজন কিংবদন্তি শিল্পী, এই সকালেই কত লোক সেলফির জন্য লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি কাউকে প্রত্যাখ্যান করেননি, হাসিমুখে সবার সঙ্গে কথা বলছিলেন। খুব উষ্ণ ব্যবহার তার। আমি এখনো বিস্ময়ে আছি। উরফি জাভেদ মূলত তার ভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদের জন্য সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত। সেই থেকে একাধিক বিতর্কেরও সম্মুখীন হতে হয় তাকে। জড়িয়েছেন একাধিক আইনি বিতর্কেও। সম্প্রতি মহারাষ্ট্র নারী মোর্চার সভাপতি চিত্রা কিশোর ওয়াঘ তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। এমনকী তিনি উরফির গ্রেফতারির আবেদনও করেন। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বাকবিতণ্ডায় জড়ান উরফি জাভেদ ও তারকা লেখক চেতন ভগতও। তবে এসবে বিশেষ পাত্তা দেন না উরফি। পোশাক নিয়ে তার বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলতেই থাকে এবং তা বেশ ভাইরালও হয়।