সোমবার, ২৭ Mar ২০২৩, ০৯:৩৯|| ১৩ চৈত্র ১৪২৯বঙ্গাব্দ ☎ 01718157901 ✉ pattralap24@gmail.com
দিনাজপুরের বিরলে ওয়াহেদ আলী (৫০) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার ধামইড় ইউনিয়নের দারইল মণ্ডলপাড়া এলাকার একটি কলা বাগান মরদেহ উদ্ধার করা হয়। ওয়াহেদ আলী ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি বিভিন্ন এলাকায় ভিক্ষা করতেন। স্থানীয়রা জানান, দুপুর ১২টা পর্যন্ত ওয়াহেদ আলীকে বাজারে বসে থাকতে দেখেছেন স্থানীয়রা। পরে দুপুর ১টার দিকে কলা বাগানে কীটনাশক স্প্রে করার জন্য মালিক গেলে সেখানে ওয়াহেদ আলীকে গলাকাটা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জিন্নাহ আল মামুন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।