সোমবার, ২৭ Mar ২০২৩, ০৯:১০|| ১৩ চৈত্র ১৪২৯বঙ্গাব্দ   ☎  01718157901 ✉  pattralap24@gmail.com

✍ আন্তর্জাতিক

ময়নাতদন্তের সময় মৃতদেহের ভেতর থেকে বেরিয়ে এল জ্যান্ত সাপ!

প্রকাশের তারিখ : 2022-12-07
abc

ময়নাতদন্ত করছিলেন এক চিকিৎসক। হঠাৎ মৃতদেহের উরুর মাংসের ভেতরে কিছু একটা নড়াচড়া করতে দেখেন তিনি। কয়েক দিনের পচাগলা দেহ হওয়ায় তিনি ভেবেছিলেন হয়তো কোনও পোকামাকড় ভেতরে ঢুকে রয়েছে। দেহটি নিয়ে একটু নড়াচড়া করতেই উরুর ভেতর থেকে বিষাক্ত একটি সাপ বেরিয়ে আসে। সাপ দেখে চিৎকার করে দৌড়ে ময়নাতদন্ত কক্ষ থেকে বেরিয়ে যান তিনি।


রোমহর্ষক এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে। সেখানকার বাসিন্দা জেসিকা লোগান নামের ওই চিকিৎসক ময়নাতদন্ত করছিলেন।


ল্যাডবাইবেলকে তিনি বলেন, ‘সাপটিকে দেখে আমি চিৎকার করে ঘরের বাইরে চলে আসি। সাপটি ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পর আবার কাজ শুরু করেছিলাম।’


জেসিকা বলেছেন, দেহটি একটি খাঁড়ি থেকে পচাগলা অবস্থায় উদ্ধার হয়েছিল। সাধারণত এমন অবস্থায় দেহের মধ্যে পোকা ধরে যাওয়াই স্বাভাবিক। অনেক বছর এই কাজের অভিজ্ঞতা থাকায় তার কাছে এই দৃশ্য খুব অপরিচিতও নয়। কিন্তু দেহের ভেতর থেকে সাপ বেরিয়ে আসার বিষয়টি এই প্রথম দেখেছেন বলে জানিয়েছেন তিনি।


মেরিল্যান্ডের এই চিকিৎসক বলেন, শব ব্যবচ্ছেদ করতে তার ভালো লাগে। ৯ বছর ধরে তিনি এই পেশার সঙ্গে জড়িত। তিনি অনেক রকম মৃতদেহের ময়নাতদন্ত করেছেন। অনেক সময় মাথাবিহীন, অনেক সময় বিকৃত মরদেহের ময়নাতদন্ত করেছেন। ভয়ঙ্কর সব অভিজ্ঞতার মুখোমুখি হলেও ময়নাতদন্ত করার কাজ থেকে মুখ ফিরিয়ে নেননি তিনি।


সূত্র: ঢাকা পোষ্ট