শুক্রবার, ২৭ Jan ২০২৩, ০৪:৪৯|| ১৩ মাঘ ১৪২৯বঙ্গাব্দ ☎ 01718157901 ✉ pattralap24@gmail.com
স্টাফ রিপোর্টার।। দিনাজপুরে এক অটো চালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে অটো ধর্মঘট, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে অটোবাইক চালকরা। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরে অটো চলাচল বন্ধ রেখে তারা ওই হত্যাকান্ডের প্রতিবাদ জানান। এছাড়া গোর-এ-শহীদ বড় ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর প্রেসক্লাবে এক প্রতিবাদী মানববন্ধনে মিলিত হয়। দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজিবাইক মালিক-শ্রমিক-চালক সোসাইটির (রেজিঃ নং- বা, জা, ফে-১১) নেতৃত্বে বিভিন্ন শ্রমিক সংগঠন এসব কর্মসূচীতে অংশগ্রহণ করে। এর বাইরেও সাধারণ ইজিবাইক চালক-শ্রমিকরাও এতে যোগ দেন বলে জানা গেছে। প্রতিবাদী মানববন্ধন থেকে ইজিবাইক দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজিবাইক মালিক-শ্রমিক-চালক সোসাইটির সাধারণ সম্পাদক রাজু আহমেদ হুসিয়ারী উচ্চারণ করে বলেন, এ হত্যাকান্ডের সঠিক বিচার হতে হবে। কোনো অবস্থাতে এ ব্যাপারে ছাড় দেয়া হবে না। অবিলম্বে হত্যাকারী সন্তোষকে গ্রেফতার করা না হলে বৃহৎ কর্মসূচী দেয়া হবে। তিনি আরো বলেন, মেঘা বস্ত্রালয়ের স্বত্ত্বাধিকারী সন্তোষ ডালমিয়ার ফাঁসির দাবীতে আমরা রাজপথে নেমেছি। তার শাস্তি নিশ্চিত করেই আমরা ঘরে ফিরবো। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজিবাইক মালিক-শ্রমিক-চালক সোসাইটির সভাপতি আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি শাহিনুর ইসলাম স্বপন, সহ-সভাপতি জুলকারনাইন সাগর, সহ-সাধারণ সম্পাদক রওশন তালুকদার, সাংগঠনিক সম্পাদক তালেব আলী, মানবাধিকার কর্মী আফসানা ইমু প্রমূখ। এর আগে গত শনিবার সন্ধ্যায় একই দাবীতে দিনাজপুর রেল স্টেশন চত্ত্বর, সদর হাসপাতাল মোড়, মহারাজা মোড় ও বালুয়াডাঙ্গা মোড়ে ৪টি স্থানে পৃথক বিক্ষোভ সমাবেশ করে দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজিবাইক মালিক-শ্রমিক-চালক সোসাইটি। উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে শহরের মালদহপট্টিস্থ মেঘা বস্ত্রালয়ের স্বত্ত্বাধিকারী সন্তোষ ডালমিয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইজিবাইক চালক খালেকুলকে চড়-থাপ্পড়-কিল-ঘুসি মেরে হত্যা করে।
দৈনিক পত্রালাপ মুক্তিযুদ্ধের কথা বলে, সাম্প্রদায়িক সম্প্রিতির কথা বলে। আমাদের মনে রাখতে হবে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে পত্রালাপ এগিয়ে যাবে। প্রয়োজনে পত্রালাপ বন্ধ হয়ে যাবে, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ত্বর বিপক্ষে একটি শব্দ লিখবে না।
Design and coding by Mind It Software Factory, Contact: 01930704060