সোমবার, ২৭ Mar ২০২৩, ০৯:০৩|| ১৩ চৈত্র ১৪২৯বঙ্গাব্দ ☎ 01718157901 ✉ pattralap24@gmail.com
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিনাজপুরের বীরগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে। বীরগঞ্জ সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার আয়োজনে সোমবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্ণেল এটিএমএ মতিন। অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা বশির উদ্দিনের সভাপতিত্বে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কালিপদ রায়, বীরগঞ্জ মুক্তিযোদ্ধা শফিক উদ্দিন, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃ আব্দুর রশিদ, অবসরপ্রাপ্ত কর্পোরল মোঃ আব্দুল হাকিম, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ শামসুল আলম, মোঃ মাজেদ, বীরগঞ্জ সরকারী কলেজের প্রভাষক মোঃ নজরুল ইসলাম বুলু, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আব্দুল বাসেদ প্রমুখ। আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে। মহান স্বাধীনতা যুদ্ধে এবং দেশ মাতৃকা রক্ষা ও দেশের প্রতিটি সংকট মুহুর্তে সশস্ত্র বাহিনীর ভূমিকা তুলে ধরে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, উপজেলায় বসবাসরত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।